Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট ছবি সংগৃহীত
ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। এদিকে মাস্ককে টপকে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের সিইও বার্নার্ড আর্নল্ট।

মাস্কের চেয়ে তার সম্পদ ২ দশমিক ৯ বিলিয়ন ডলার বেশি হওয়ায় শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার।

এদিকে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবসায়ী ধনকুবের ইলন মাস্ক। স্পেসএক্স কোম্পানির এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইওর মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

ফোর্বসের তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

এদিকে শীর্ষ ধনীদের ১১তম স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। এশিয়ার সবচেয়ে ধনী এই ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার।

ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি আছেন তালিকার ১৬তম স্থানে। তার সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ২ বিলিয়ন ডলার।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স