পুলিশের বাধা উপেক্ষা বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। এরআগে মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল তোপখানা রোড হয়ে পল্টন মোড়ের গিয়ে শেষ করেন। মিছিল শেষে নেতারা পুলিশের এই বাড়াবাড়ির নিন্দা জানান।
৩০ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ডামি নির্বাচন ও সংসদ বাতিলের দাবিতে’ গণতন্ত্র মঞ্চ সমাবেশ ও বিক্ষোভ মিছিলেন আয়োজন করে। ভাসানী অনুসারি পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ সরকার সংসদের নামে নাটক করে বেড়াচ্ছে। সংসদ মানে কি? সরকারি দল আছে, বিরোধী দল আছে এবং স্বতন্ত্র আছে। আর আমাদের প্রধানমন্ত্রী স্বতন্ত্র এমপিদের ডেকে বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রীরা যদি হয় আমার ডান হাত তাহলে তোমরা আমার বাম হাত। আমরা সবাই মিলে যা করি করবো। সুতরাং আজকে এই সরকারের সঙ্গে কোন ভালো মানুষ নাই।
তিনি বলেন, আওয়ামী লীগ ৫ বছর ক্ষমতায় থাকতে পারবে না।
জিনিসপত্রের দাম বাড়ছে, ডলার নাই এবং টাকা নাই। এই শীতের মধ্যে বিদ্যুৎও নাই। যখন গরম শুরু হবে তখন বিদ্যুৎ আনবে কোথা থেকে। আর বিদ্যুতের টাকা দিবেন কোথা থেকে?
মান্না বলেন, ওরা (সরকার) মনে করে ওদেরকে সব সালাম দিবে। আমি বললাম, তিনমাস পরে আপনাদের পায়ে বেড়ি পরাবে। নড়তে পারবেন না। যতই মনে করেন ক্ষমতা দাপটের সঙ্গে চালাবেন, ক্ষমতা চালাতেও পারবেন না।
ঠিকানা/ছালিক