Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

কারামুক্ত হলেন বিএনপি নেতা সরোয়ার-আমিনুল

কারামুক্ত হলেন বিএনপি নেতা সরোয়ার-আমিনুল
জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। বৃহস্পতিবার এই দুই নেতাই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়েছেন।
দু’জনের মুক্তির বিষয় নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন বলেন, বৃহস্পতিবার মজিবুর রহমান সরোয়ার ও আমিনুল হক জামিনে মুক্ত হয়েছেন।
তিনি আরও জানান, মজিবুর রহমান সরোয়ার ভালো আছেন। তবে আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।
গত ২৮শে অক্টোবর মহাসমাবেশ পর আন্দোলন চলাকালে পৃথক সময়ে সরোয়ার ও আমিনুলকে গ্রেপ্তার করে পুলিশ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স