Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 

বাংলাদেশ সোসাইটির ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশ সোসাইটির ব্যাপক প্রস্তুতি
নিউইয়র্কে সম্মিলিতভাবে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি। এ উপলক্ষে আগামী ২০ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টা থেকে নিউইয়র্কের  উডসাইডে তিব্বতিয়ান কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ জানান, প্রতি বছর বাংলাদেশ সোসাইটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর সম্মিলিতভাবে দিবসটি পালনে ব্যাপক প্রস্তুতি চলছে। এজন্য ফারুক চৌধুরীকে আহ্বায়ক এবং মাইনুল উদ্দিন মাহবুবকে সদস্য সচিব করে একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রধান সমন্বয়কারী নওশেদ হোসেন। এছাড়া কমিটিতে আমিনুল ইসলাম চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক, মো. মহিউদ্দিন দেওয়ানকে সার্বিক সহযোগিতায়, মোহাম্মদ টিপু খানকে সমন্বয়কারী এবং সুশান্ত দত্তকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে নিবন্ধন উপ-কমিটি, স্মরণিকা উপ-কমিটি এবং সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়েছে। নিবন্ধন উপ-কমিটিতে রয়েছেন আবুল কালাম ভূঁইয়া, প্রদীপ ভট্টাচার্য, মো. আখতার বাবুল ও শাহ মিজানুর রহমান। স্মরণিকা উপ-কমিটিতে রয়েছেন ফয়সল আহমদ, রিজু মোহাম্মদ ও ফারহানা চৌধুরী। সাংস্কৃতিক উপ-কমিটিতে রয়েছেন শাহনাজ লিপি, আবুল বাশার ভূঁইয়া ও মোহাম্মদ সাদী মিন্টু। সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুল। 
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার তিব্বতিয়ান কমিউনিটি সেন্টারে শিশু-কিশোরদের উন্মুক্ত চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 
বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ভূঁইয়া জানান, সম্মিলিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য ৮০টি সংগঠন নিবন্ধন করেছে। পর্যায়ক্রমে তারা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। 
২১ স্টেটে আন্তর্জাতিক প্রস্তুতি : আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের ২১ অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। জাতিসংঘের বাংলাদেশ মিশন, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চলছে প্রস্তুতি। 
যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে খবর পাওয়া গেছে।
অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জাতিসংঘের বাংলাদেশ মিশন, ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও বাংলাদেশ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ, বিভক্ত জালালাবাদ অ্যাসেসিয়েশন অব আমেরিকা, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টস (বিপা), বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) প্রভৃতি সংগঠন একুশ পালনের কর্মসূচি গ্রহণ করেছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএস’র অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান হবে ২০ ফেব্রুয়ারী বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত উডসাইডের কুইন্স প্যালেসে।
বাঙালির চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশন যৌথভাবে বরাবরের মতো এবছরও জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচী গ্রহণ করেছে। এবারের অয়োজন হবে ৩৩তম। একুশের প্রথম প্রহরে অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ২০ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিট সময় হিসাবে নিউইয়র্কে গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১টা ১ মিনিটে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কাছে প্যারিস সিটির পাবলিক লাইব্রেরি চত্বরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সভাপতি শহীদ আহমেদ মিঠু এবং প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রহমান রাজু জানান, ভাষা আন্দোলন সম্পর্কে প্রবাস প্রজন্ম ও ভিনদেশিদের জানাতে প্রস্তুতি চলছে। এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরাও আসতে পারেন এ অনুষ্ঠানে।
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ৬টি স্কুলে মাতৃভাষা দিবস উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ‘বৈচিত্রে ঐক্য’ (ইউনিটি ইন ডাইভারসিটি) স্লোগানে আন্তর্জাতিক বোঝাপড়াকে উৎসাহিত ও প্রচার করতে শহরের নর্থ ইস্ট উচ্চ বিদ্যালয়, রাউনহার্স্ট প্রাথমিক বিদ্যালয়, পেন আলেক্সান্দার মিডল স্কুল, অ্যালাইন লক স্কুল, হেনরি লিয়া স্কুল এবং আপারডারবি হাই স্কুলে এসব অনুষ্ঠান হবে।
এদিকে  নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনের আয়োজনে সম্মিলিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। একুশের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে আটলান্টিক সিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া ‘মহান একুশ’ শীর্ষক আলোচনা সভা, একুশের কবিতা পাঠ ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বিগত বছরগুলোর মতো আটলান্টিক সিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনকে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আহবান জানিয়েছেন।
 

কমেন্ট বক্স