Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

হইহুল্লোড়

হইহুল্লোড়





 
সুজন দাশ

হইহুল্লোড়ে থাকতাম মেতে আমাদের শিশুকালে,
কখনো ছুড়েছি মৌচাকে ঢিল কখনো চড়েছি ডালে!
দল বেঁধে যত পাড়ার ছেলেরা নানান খেলাতে মাতি,
ঝাঁপ দিয়ে পড়ি পুকুরের জলে বড়শিতে মাছ গাঁথি!

খেলি মার্বেল ডাংগুলি আর হাডুডু বউচি যত,
ফুটবল খেলা ক্রিকেট ক্যারম দল বেছে মনমতো!
এক্কাদোক্কা দাঁড়িয়াবান্ধা লাটিম লুডু ও গুটি,
কানামাছি কড়ি কুতকুত খেলা প্রাণের মজাতে লুটি!

ইচিংবিচিং গোল্লাছুট ও ষোলোগুটি সাতপাতা,
চেয়ার সিটিং মোরগ লড়াই দাবাতে দিয়েছি মাথা!
ঝগড়া-বিবাদ হয়েছে কখনো আবার তা যেত মিটে,
কখনো করেছি কোলাকুলি বুকে কিলও মেরেছি পিঠে!

বেশি দিন রাগ থাকত টিকে দেখা হলে যেত ঘুচে,
স্মৃতির সাগরে অমলিন ঢেউ কখনো যাবে না মুছে!
আজকের মতো ফোনের ভিতরে একলা বাঁচিনি কেউ,
প্রাণে প্রাণে খুশি লুটতাম মজা বয়ে যেত সুখো ঢেউ!

কমেন্ট বক্স