রাজধানীর শাহজাহানপুর ঝিল মসজিদ এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে দুই দফা বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তবে অভিযোগ উঠেছে দুই দফা বিস্ফোরণের পরেও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেননি বাড়ির মালিক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৮টার দিকে ও সন্ধ্যা ৬টার দিকে একই বাসায় পরপর দুইবার এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয়দের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই বাড়ির মালিক একজন সরকারি কর্মকর্তা। গ্যাস লিকেজের কথা তাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি বিস্ফোরণে ৭ জন মানুষ গুরুতর আহত হওয়ার ১৪ ঘণ্টা পরও ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের মেরামত করাননি বাড়ির মালিক।
পরে এলাকাবাসী ফোন দিয়ে বিষয়টি জানালে, রাত ১০টা ১০ মিনিটে লাইন সংস্কারে পৌঁছায় তিতাসের সংস্কার কর্মীরা।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে ঝিল মসজিদ মোহনা টেইলার্স গলির ৫৩ নম্বর ৫ তলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া মিন্টু হাওলাদার (৪০), তার মেয়ে মারিয়া ইশরাত (১৯), সেনেটারি মিস্ত্রি মনির হোসেন (৪১), দেলোয়ার হোসেন (৫৭), প্রতিবেশী আলী আকবর (৩৫), বাচ্চু মিয়া (৪৫) বার্ন ইনস্টিটিউটে এবং অন্যজনের নাম জানা যায়নি। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, শাহজাহানপুর ঝিল মসজিদের পাশে ৫৩ নাম্বার বাড়ির নিচ তলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
ঠিকানা/ছালিক



ঠিকানা অনলাইন


