চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বামী। সেই শোক সইতে না পেরে বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ৭ তলার ফ্ল্যাট থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন ওই নারী। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। মৃত স্বামীর নাম অভিষেক আলুওয়ালিয়া (২৫) এবং স্ত্রীর নাম অঞ্জলি আলুওয়ালিয়া (২৩)।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, তিন মাস আগে তাদের বিয়ে হয়। তারা গত সোমবার দিল্লির চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে বুকে ব্যথা অনুভব করেন অভিষেক। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দিল্লির সফদরজং হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকরা অভিষেককে মৃত ঘোষণা করেন।
ওই প্রতিবেদনে আরও জানা যায়, স্বামীর আকস্মিক মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি অঞ্জলি। শেষ পর্যন্ত নিজেও আত্মহত্যা করলেন। সোমবার রাত ১০টার দিকে ৭ তলার ফ্ল্যাটের বারান্দা থেকে লাফ দেন অঞ্জলি। নিরাপত্তারক্ষীরা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অঞ্জলিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অঞ্জলিও মারা যান।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


