Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


দু’মেরুতে বাস

দু’মেরুতে বাস



 
আনজানা ডালিয়া :

দূরত্বটা একদিন ঘুচে যাবে
মুহূর্তগুলো সুন্দর হয়ে উঠবে
সেদিনও এমনি করে সামনে বসিয়ে রাখব
মনের নিয়ন্ত্রণ সামলে রেখে ভালোবাসব।
তখনো সেই উচ্ছল কিশোরীর মতো প্রজাপতির ডানায় খুঁজব তোমায়
বের করে নেব তোমার ভেতরের কবিতা আর আড়ালের সময়।
আমরা কখনো বদলাব না সময়ের সাথে
দৃষ্টি আড়াল হোক, দু’মেরুতে বাস হোক, রং লেগে থাক তাতে।

কমেন্ট বক্স