Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫
অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের 

নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের 
অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছেন বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলার মেয়েরা। আজ শনিবার (২ মার্চ) ললিতপুর স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বাংলার কিশোরীরা। ম্যাচের ২৪ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি।

এর ৫ মিনিটে পর ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন প্রীতি। এরপর আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।  

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স