Thikana News
২৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৭ জুলাই ২০২৫

সংস্কারের আলোচনা করতে ঢাকায় আসছে আইএমএফ

সংস্কারের আলোচনা করতে ঢাকায় আসছে আইএমএফ ছবি সংগৃহীত
সংস্কারের আলোচনা করতে চলতি মাসে ঢাকা সফরে আসবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি বিশেষজ্ঞ দল। আগামী ৪ থেকে ১৭ মার্চ দুই সপ্তাহের জন্য এই দল কর আদায় বাড়ানো ও সহজে কর দেওয়ার উপায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে।

জানা গেছে, দেশের রাজস্ব খাত সংস্কারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই সফরে। দেশের রাজস্ব আদায় বাড়ানোসহ করদাতারা যাতে সহজে কর দিতে পারেন, এসব বিষয়েই সহযোগিতা দেবে সংস্থাটি।

আইএমএফের এই দলটিতে তিনজন বিশেষজ্ঞ থাকবেন। তারা হলেন আইএমএফের আর্থিক সংক্রান্ত বিভাগের রাজস্ব বিশেষজ্ঞ ডেভিড রবার্ট ওয়েন্টওয়ার্থ, অরবিন্দ মোদি ও ডেভিড উইলিয়াম বার।

এনবিআরের কর্মকর্তারা জানান, তাদের সঙ্গে আইএমএফের বিশেষজ্ঞরা ৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত আলোচনা করবেন। তারা ঢাকায় আসবেন ৩ মার্চ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেওয়ার জন্য ইমিগ্রেশন বিভাগকে অনুরোধ করেছে এনবিআর।

বাংলাদেশকে আইএমএফের ঋণ প্রদানে কয়েকটি শর্তের মধ্যে অন্যতম ছিল দেশের রাজস্ব খাতের সংস্কার।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স