Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

পেঁয়াজ ইস্যুতে বাংলাদেশ-আমিরাতকে স্পষ্ট বার্তা দিলো ভারত

পেঁয়াজ ইস্যুতে বাংলাদেশ-আমিরাতকে স্পষ্ট বার্তা দিলো ভারত ছবি : সংগৃহীত
অবশেষে, বাংলাদেশকে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়ে ৪ মার্চ (সোমবার) বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকার। ভারতের 'ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) এর তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দু'দেশে ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। এর মধ্যে বাংলাদেশকে ৫০ হাজার টন, বাকি ১৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানি করা হবে আরব আমিরাতকে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের 'ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড' (এনসিইএল) সংস্থার মাধ্যমে এই বিপুল পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে উভয় দেশকে। ভারতের ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করার বিষয়ে রূপরেখা তৈরি করবে এনসিইএল। দেশীয় বাজারে পেঁয়াজের দাম যাতে নাগালের বাইরে না চলে যায় সেদিকে খেয়াল রেখেই সুচিন্তিতভাবে পেঁয়াজ রপ্তানি করতে চায় নয়াদিল্লি সরকার। 

প্রসঙ্গত বৈরী আবহাওয়ার কারণে গত বছর ভারতে পেঁয়াজের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাজারে পেঁয়াজের ঘাটতির কারণে গত বছরের অক্টোবরের হঠাৎ করে এর দাম বেড়ে যায়। সেই দাম নিয়ন্ত্রণে আনতে ও দেশের বাজারে পেঁয়াজ সরবরাহ বাড়াতে গত বছরের ৮ ডিসেম্বর তারিখে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার, আগামী ৩১ মার্চ পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। 

কিন্তু এমন পরিস্থিতিতে ভারতের কাছ থেকে পেঁয়াজ চেয়ে আরজি জানায় প্রতিবেশী একাধিক দেশ। তারপরই নিষেধাজ্ঞায় শিথিলতা এনে বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্রগুলোতে প্রয়োজন অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ রপ্তানির ব্যাপারে অনুমতি দেয় সরকার।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স