Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ভারতে ট্রেন দুর্ঘটনার সময় ফোনে ক্রিকেট খেলা দেখছিলেন চালক!

ভারতে ট্রেন দুর্ঘটনার সময় ফোনে ক্রিকেট খেলা দেখছিলেন চালক! ছবি : সংগৃহীত
ভারতের অন্ধ্রপ্রদেশে গত অক্টোবরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সময় চালক ক্রিকেট খেলা দেখছিলেন। চমক লাগানো এ তথ্য জানিয়েছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং আহত হয়েছিলেন অসংখ্য মানুষ।

৫ মার্চ (মঙ্গলবার) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রেনটি যখন বিশাখাপত্তম এবং পালাসার মাঝামাঝি দিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে অন্য একটি ট্রেন এসে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
 
সেই সময় ভারত-ইংল্যান্ড বিশ্বকাপ ম্যাচ চলছিল। ট্রেনের চালক এবং তার সহকারী এ সময় মোবাইল ফোনে খেলা দেখছিলেন বলে তারা সিগনাল মিস করেন এবং পেছন থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর শত শত অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনায় চালক দুজনই নিহত হন।

ভারতে অনুষ্ঠিত এই ক্রিকেট ম্যাচটি সরাসরি উপভোগ করছিলেন বিশ্বের কোটি কোটি দর্শক। সে ম্যাচে ভারত জিতেছিল।
 
সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ তাদের প্রাথমিক তদন্ত রিপোর্টে দেখেছে যে, বার বার সংকেত দেয়ার পরও তা না মানায় দুর্ঘটনাটি ঘটেছে।  এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা কমিশনারের একটি অফিসিয়াল রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি।
 
এ বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তারা রেল দুর্ঘটনা এড়াতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করবেন যাতে চালকদের মধ্যে এ ধরনের বিচ্যুতি না ঘটে এবং নিশ্চিত করা সম্ভব হয় যে, চালক এবং সহকারী ট্রেন চালানোর দিকে মনোনিবেশ করে আছেন।
 
ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কের দেশ। যেখানে প্রতিদিন লাখ লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করেন।
 
তবে কয়েক বছর ধরে বেশ কয়েকটি বড় রেল বিপর্যয় ঘটেছে দেশটিতে। যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ১৯৮১ সালের বিহারের দুর্ঘটনা। যে ঘটনায় প্রায় ৮০০ জন মারা গিয়েছিলেন।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স