Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

‘সুপার টুইসডে’ কেন এত গুরুত্বপূর্ণ

‘সুপার টুইসডে’ কেন এত গুরুত্বপূর্ণ ছবি : সংগৃহীত



 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের (প্রাইমারি) সবচেয়ে বড় দিন আজ ৫ মার্চ (মঙ্গলবার)। একসঙ্গে দেশটির ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সুপার টুয়েসডেতে একসঙ্গে এক ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে ভোট হয়। ভোট দেন লাখো নিবন্ধিত ভোটার।

এদিন যিনি সবচেয়ে বেশি প্রাথমিক বাছাইয়ে জয় পাবেন, দলীয় মনোনয়নে তিনিই শেষ হাসি হাসবেন, এটা প্রায় নিশ্চিত। একই সঙ্গে বিশেষ এই দিনে মার্কিন পার্লামেন্টের দুই কক্ষের (প্রতিনিধি পরিষদ ও সিনেট) সম্ভাব্য প্রার্থীদেরও প্রাথমিক বাছাইয়ে ভোটের মুখোমুখি হতে হয়।
 
এবারের নির্বাচনে ডেমোক্র্যোটিক দল থেকে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। ফলে দলীয় প্রার্থী হিসেবে বাইডেন নভেম্বরের নির্বাচনে লড়ছেন, সেটা প্রায় নিশ্চিত।
 
অন্যদিকে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথে প্রধান চ্যালেঞ্জ নিকি হ্যালি। যদিও হ্যালি এখন পর্যন্ত মাত্র একটি প্রাইমারিতে জয়ী হয়েছেন।
 
সুপার টুয়েসডে কী?
 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হলে প্রার্থীকে আগে নিজ দলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। জিতে আসতে হয় অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক বাছাইয়ে। সেখানে রাজনৈতিক দলগুলোর নিবন্ধিত ভোটাররা নিজ দলের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এরপরই বিজয়ী প্রার্থী দলের মনোনয়ন পান।
 
সুপার টুয়েসডে এমন একটি দিন, যখন যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে একসঙ্গে প্রেসিডেন্ট প্রার্থী বেছে নিতে প্রাথমিক বাছাই ও ককাস অনুষ্ঠিত হয়।
 
অঙ্গরাজ্য পর্যায়ে এই ভোটাভুটিতে সম্ভাব্য প্রার্থীরা তাদের পক্ষে দলীয় প্রতিনিধি জড়ো করেন। এই প্রতিনিধিরা দলের জাতীয় সম্মেলনে নিজ নিজ অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন। সেখানে তারা প্রাথমিক ও ককাসের ভোটের ফলাফলের নিরিখে মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেন।
রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে প্রার্থীর কমপক্ষে ১ হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন প্রয়োজন হয়। আর ডেমোক্র্যাট প্রার্থীর প্রয়োজন ১ হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন।
 
কয়টি অঙ্গরাজ্যে ভোট

আজ দেশটির আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, উত্তর ক্যারোলিনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, ভারমন্ট, ভার্জিনিয়া এবং মার্কিন সামোয়া অঞ্চলে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে দিনটিকে ‘সুপার টুয়েসডে’ বলা হচ্ছে।
 
এই সবগুলো রাজ্যেই প্রার্থী নির্বাচন করবে রিপাবলিকানরা। তবে ডেমোক্র্যাটরা আলাস্কা বাদে বাকি রাজ্যগুলোতে তাদের প্রার্থী নির্বাচন করবে। এই ভোটাভুটিতে সম্ভাব্য প্রার্থীরা তাদের পক্ষে দলীয় প্রতিনিধি জড়ো করবেন। এই প্রতিনিধিরা দলের জাতীয় সম্মেলনে নিজ নিজ অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন।
 
দিনটি গুরুত্বপূর্ণ কেন
 
সুপার টুয়েসডে একটি গুরুত্বপূর্ণ দিন হওয়ার কারণ, এদিন রিপাবলিকান ও ডেমোক্র্যোটিক উভয় দলে প্রেসিডেন্ট পদে তাদের পছন্দের দলীয় প্রার্থী বাছাই করতে এক-তৃতীয়াংশ প্রতিনিধি নির্ধারিত হয়ে যায়।
 
ভার্জিনিয়া টেকের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কাইটলিন জিউইট আল জাজিরাকে বলেন, একসঙ্গে অনেক অঙ্গরাজ্যে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হওয়ায়, প্রার্থীদের ভালো অর্থায়ন, সুসংগঠিত ব্যবস্থা ও সুনামের স্বীকৃতির ওপর জোর দিতে হয়।
 
জিউইট আরও বলেন, আমরা প্রায়ই দেখি, সুপার টুয়েসডের পর অনেক প্রার্থী মনোনয়ন পাওয়ার লড়াই থেকে ছিটকে পড়েন। এগিয়ে থাকা প্রার্থী চূড়ান্ত মনোনয়নের পথ অনেকটাই নিশ্চিত করে ফেলেন।
 
অনেক প্রার্থী খুব শ্লথ গতিতে প্রচারণা শুরু করলেও সুপার টুয়েসডের পর দৃশ্যপট পাল্টে যায়। উদাহরণ হিসেবে জো বাইডেনের কথা বলেন অধ্যাপক জিউইট। তার মতে, ২০২০ সালে ডেমোক্র্যোটিক দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে অনেকটা শ্লথ গতিতে এগোচ্ছিলেন বাইডেন। কিন্তু সুপার টুয়েসডেতে ১০টি অঙ্গরাজ্যে এগিয়ে যান বাইডেন। এরপর গতি পায় বাইডেনের প্রচারণা। জো বাইডেন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে সীমিত হয়ে পড়ে দলীয় মনোনয়নের লড়াই।
 
ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হবে?
 
ধারণা করা হচ্ছে, সুপার টুইসডেতে ট্রাম্প ৭৭৩ জন প্রতিনিধির সমর্থন আদায় করতে পারবেন। বর্তমানে তার পক্ষে ২৪৪ জন প্রতিনিধির সমর্থন রয়েছে। এতে করে ট্রাম্প তার অবশিষ্ট প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে নির্বাচন থেকে দূরে ঠেলে দেবেন। যদিও এটা ধারণা তবে আজকের দিনটি হতে পারে ট্রাম্পের জন্য অপ্রত্যাশিত।
 
হ্যালি ছিটকে যাবেন?
 
চলতি বছরের সুপার টুয়েসডেতে রিপাবলিকান দলের নিকি হ্যালির দলীয় মনোনয়ন পাওয়ার লড়াই শেষ হয়ে যেতে পারে। জরিপগুলো বলছে, সুপার টুয়েসডেতে শেষ হাসি হাসার দৌড়ে নিকি হ্যালির চেয়ে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই এগিয়ে আছেন।
 
বাইডেন কী ঝুঁকির মধ্যে রয়েছেন?
 
ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের মনোনয়ন অনেকটাই নিশ্চিত। যদিও সম্প্রতি তার শারীরিক অবস্থা তার মনোনয়ন পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চিয়তায় ফেলে দিয়েছিল। প্রতিটি অঙ্গরাজ্যে প্রাইমারি ও ককাসে ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে ফলাফল প্রকাশ শুরু হবে।
 
ফলাফল যখন জানা যাবে
 
প্রতিটি অঙ্গরাজ্যে প্রাইমারি ও ককাসে ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে ফলাফল প্রকাশ শুরু হবে। সাধারণত স্থানীয় সময় সন্ধ্যা ৭টা বা তার পরে ফলাফল জানা যাবে।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স