Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রংপুরে একমঞ্চে যৌতুকবিহীন ১৫ বিয়ে

রংপুরে একমঞ্চে যৌতুকবিহীন ১৫ বিয়ে ছবি সংগৃহীত
রংপুরে প্রথমবারের মতো একমঞ্চেই ১৫ জোড়া দম্পতিকে যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে রংপুর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন করা হয়।

জেলার বিভিন্ন উপজেলা থেকে অসচ্ছল পরিবারের ৩০ জন প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েকে তাদের অভিভাবকদের উপস্থিতিতে ঘটা করে এ বিয়ের আয়োজন করা হয়।

আয়োজনে বর-কনেকে স্বাবলম্বী করতে উপহার হিসেবে প্যাডেল ভ্যান, সেলাই মেশিন দেওয়া হয়। এ ছাড়া হাঁড়ি-পাতিল, গ্যাসের চুলা, পানি বিশুদ্ধকরণ মেশিনসহ সংসারের প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করা হয়।

এই আয়োজনে অংশ নেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীবসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

যৌতুকের কুপ্রভাব এবং ধর্মীয়ভাবে যৌতুক দেওয়া-নেওয়ার নিষেধাজ্ঞা প্রতিটি ঘরে সবার মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকেরা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স