বউ বলেছে বিশ
শাশুড়ি কয় কুড়ি
তাই নিয়ে শুরু হলো
কাদা ছোড়াছুড়ি।
পড়ল গিয়ে কাদা
পাশের জনের গায়ে
কয়েকজনের হাতে
কয়েকজনের পায়ে।
ভরল কাদায় পথঘাট
ভরল লোকালয়
অফিস, গাড়ি, ঘরবাড়ি সব
হলো কাদাময়।
কাদায় ভরা সোফা-বে
কাদামাখা গাড়ির সিট
কাদা নিয়ে কেউ করল
হাইকোর্টে রিট।
কাণ্ড দেখে রেগেমেগে
বলল চাঁদের বুড়ি
হচ্ছেটা কী? কেন এমন
কাদা ছোড়াছুড়ি?
বিশ বলা হয় যাকে
সেটাই তো কুড়ি।
-নিউইয়র্ক, ০১.০৩.২৪
 
                           
                           
                            
                       
    
 
 


 মোহাম্মদ সফিউল আলম 
                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
