Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

লোহিত সাগরে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের ২১ জনকে উদ্ধার করলো ভারত 

লোহিত সাগরে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজের ২১ জনকে উদ্ধার করলো ভারত 
লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে এক ভারতীয়সহ ২১ জনকে উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। বারবাডোজ়ের পতাকা লাগানো ‘এমভি ট্রু কনফিডেন্স’ নামে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ৬ মার্চ (বুধবার) ওই হামলায় তিন জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। খবর এনডিটিভি

ইয়েমেনের বন্দরশহর এডেনের দক্ষিণ-পশ্চিমে ১০১ কিলোমিটার দূরে লোহিত সাগর দিয়ে পণ্য নিয়ে যাওয়ার পথে হুতিদের ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয় জাহাজ ‘এমভি ট্রু কনফিডেন্স’। হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। বিপদের মুখে পড়ে সাহায্য চেয়ে পাঠান জাহাজের ক্যাপ্টেন। আপৎকালীন বার্তা পৌঁছায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতার কাছে। সেই বার্তা পেয়েই জাহাজের কর্মীদের উদ্ধারে রওনা দেয় ভারতীয় নৌবাহিনী। 

ভারতীয় নৌবাহিনীল মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল জানিয়েছেন, হেলিকপ্টার এবং নৌকার মাধ্যমে জাহাজ কর্মীদের উদ্ধার করা হয়েছে। এই হামলায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

এদিকে এক বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। এতে বলা হয়েছিল, হামলা চালানোর আগে জাহাজটিকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করতেই হামলা চালানো হয়েছে। 

গত অক্টোবরে ইজরায়েল ও হামামের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে এমন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। পরবর্তীতে আমেরিকা এ হামলা বন্ধে মাসখানেক আগেই হুতিদের একাধিক স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ওয়াশিংটন ও যুক্তরাজ্য। এরপর এসব দেশের জাহাজও হুতিদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না। 

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স