Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নির্বাপণ

লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নির্বাপণ ফাইল ছবি
ময়মনসিংহ নগরীর একটি লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৮ মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে দুটি ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তারা লেপ-তোষকের একটি দোকানে আগুনের তথ্য পান। পরে দুটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৭টা ৩৫ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। আরও দুটি ইউনিট চেয়েছিল, কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

ঠিকানা/ছালিক

কমেন্ট বক্স