Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেপ্তার অজয় দেবগন

আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেপ্তার অজয় দেবগন ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা অজয় দেবগন। নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। ‘ময়দান’, ‘সিংহম আগেন’ প্রভৃতি সিনেমাতে পর পর দেখা যাবে অভিনেতাকে। ইতিমধ্যে বক্স অফিসে ইতিবাচক ফলের দিকে এগোচ্ছে ‘শয়তান’। তবে জানেন কি, বলিউডের এই অ্যাকশন হিরোকে পড়তে হয়েছিল পুলিশের হাতে? প্রেপ্তারও হন অভিনেতা। কী এমন অপরাধ করেছিলেন অজয়?

অভিনেতা একা নন, তার সঙ্গে প্রেপ্তার হয়েছিলেন বিন্দু দারা সিংহও। ঘটনাটি হোলির দিনের। সেই সময় জিপ গাড়িতে চেপে গোটা মুম্বাই ঘুরে বেড়াতেন অভিনেতা। দোলের দিন বেশ কিছু বন্ধুবান্ধবকে গাড়িতে বসিয়ে ঘুরতে বার হন। এই আবহেই অভিনেতা বন্ধুদের জোরাজুরিতে মদের দোকানের সামনে নামেন পানীয় কিনতে। সেই সময় বেশ কিছু পুলিশ পিছু নেন তাদের।

পানীয় কিনে গাড়িতে ওঠার সময় অজয়ের পায়ের কাছে গোঁজা বন্দুক চোখে পড়ে পুলিশের। শুধু আগ্নেয়াস্ত্র নয়, অভিনেতার গাড়িতে ছিল হকি স্টিক এবং তলোয়ার। তাতেই প্রেপ্তার হতে হয় অভিনেতাকে।

যদিও পরে অবশ্য পুলিশকে অভিনেতা জানান, ওই বন্দুক তার নয়, এবং আসলও নয়। সেটি ছিল তার বাবা বীরু দেবগনের সিনেমার ‘প্রপ্‌’। ঘটনাটি যে সময়কার। তখন কলেজে পড়ছেন অজয়।

তার বাবা সেই সময় হিন্দি সিনেমার জগতের খ্যাতনামী অ্যাকশন পরিচালক। শেষে অজয়ের কথা সঠিক প্রমাণ হতেই পুলিশ ছেড়ে দেয় অজয় ও বিন্দু-সহ তাদের গোটা দলকে।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স