Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

স্বাধীন নারী

স্বাধীন নারী





 
নারী আমি মুক্ত স্বাধীন
ধা তিনা তিন নাচছি
ফ্যাশন শোতে, ক্যাট ওয়াকে
তুমুল মজা পাচ্ছি!

বিজ্ঞাপনে স্বল্প বসন
নগর শোভার জন্য,
আমরা নারী ফুলের মতো
তাই ভাবি না অন্য।

নাইটক্লাবের মঞ্চ দোলে
হাজার বাতি জ্বলছে,
আমার রূপের নেশা ধরা
পুরুষগুলো টলছে!

ব্যবসাপাতির উন্নয়নে
এই কথাটা সত্য
পুরুষ ক্রেতার আকর্ষণে
নারী হলো পথ্য!

স্বপ্ন হব বিউটি কুইন
চলছে আমার চেষ্টা
নারীদেহের তত্ত্ব শেখান
পুরুষ উপদেষ্টা!

আমি যে এক মুক্ত নারী
পুরুষ গড়া মঞ্চে
চলছে জীবন নাচের পুতুল
বুঝি না প্রপঞ্চে!
 

কমেন্ট বক্স