Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

নারী

নারী





 
নারীর দিবস আছে পুরুষ দিবস কই
এমন কথা ভেবে যেন অবাক হয়ে রই,
দিবসটি মনে করায় নারীরা অসহায়
এসব দেখে হেসে মরে পুরুষ মহাশয়।

দেশ গড়তে আজ সম্মুখ থাকে যারা
নারী অবলা নয় মহাকাশ চড়ে তারা,
শিক্ষা-দীক্ষা সভ্যতায় নিত্যদিন চলে
সমাজ প্রতিষ্ঠায়ও নীতি কথা বলে।

নারী মাতা, নারী ভগ্নি, নারীই জায়া
সকল বিপদে তারা দেয় শান্তি ছায়া,
আদর ও স্নেহে নারী ভরিয়ে দেয় মন
দাও সম্মান তাদের সকল গুণীজন।
 

কমেন্ট বক্স