মৌলভীবাজারের কমলগঞ্জের কানিহাটি চা-বাগানে কাজ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় কুঞ্জ বালা মৃর্ধা নামের এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা-বাগানে সাধারণ চা শ্রমিকরা শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন বিক্ষুব্ধ নারী-পুরুষ চা-শ্রমিকেরা। নিহত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা বলে জানা গেছে।
চা ছাত্র যুবক পরিষদ কানিহাটি চা-বাগানের সাধারণ সম্পাদক সৌরভ বীন জানান, কানিহাটি চা-বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃর্ধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
ঠিকানা/এনআই