Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

নরসিংদীতে নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

নরসিংদীতে নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু ছবি সংগৃহীত
নরসিংদীর শিবপুরে হাঁড়িধোয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) দুপুরে  উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামের ফরিদ আহমেদের ছেলে মাহাদী হাসান (১২) ও মিশাল হাসান (৮)।

নিহত শিশুদের পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে মাহাদী হাসান তার ছোট ভাই মিশাল হাসানকে সঙ্গে নিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে বাড়ি হতে বের হয়ে যায়। দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী হাঁড়িধোয়া নদীতে গোসলে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা। সাথের অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে নদীতে নামেন। কিছুক্ষণ পর দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শোকে পাথর নিহত শিশু দুটির মা মাহমুদা বেগম বলেন, আমার ছেলেরা কোনো দিন নদীতে গোসলে যায় না। আজ হঠাৎ নদীতে নেমে পানিতে ডুবে জীবনের জন্য বিদায় নিল। আমি মেনে নিতে পারছি না।

পুটিয়া ইউপির সদস্য রোমান পাঠান বলেন, গোসল করতে গিয়ে ফরিদ আহমেদের দুই ছেলে পানিতে ডুবে নিহত হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর নিয়ে জানতে পেরেছি, গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশু মারা গিয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স