Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১.৮৯ কো‌টি ডলারের বেশি

১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১.৮৯ কো‌টি ডলারের বেশি
চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১০১ কো‌টি ৮৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আজ ১৮ মার্চ (সোমবার) বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্যমতে, চলতি মাসের প্রথম ১৫ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৭ কোটি ১৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার এসেছে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এসেছে।

অন্যান্য সময়ের মতো এবারে ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। মার্চ মাসের প্রথম ১৫ দিনে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার। এরপরেই রয়েছে জনতা ব্যাংকের অবস্থান। ব্যাংকটির মাধ্যমে সাত কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে পাঁচ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের পাঁচ কোটি ৮৯ লাখ ২০ হাজার এবং সাউর্থইস্ট ব্যাংকের মাধ্যমে চার কোটি ৫৯ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। 

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। আর ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ ৪০ হাজার ডলার। আগের বছরের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার, জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, জুনে ২১৯ কোটি ৯০ লাখ ৮০ হাজার ডলার, মেতে ১৬৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার ডলার এবং জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স