টানা দুই জয় নিয়ে এবারের আইপিএল পর্বটা শুরু করল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের পর এবার কলকাতা ধরাশায়ী করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
শুক্রবার (২৯ মার্চ) চলতি আইপিএলের দশম ম্যাচে মুখোমুখি হয় বেঙ্গালুরু ও কলকাতা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বেঙ্গালুরুর সংগ্রহ ১৮২ রান। দলের পক্ষে একাই ৮৩ রানের অপরাজিত এক ক্যামিও ইনিংস খেলেন কোহলি। তবে সেই ইনিংসকে পেছনে ফেলে ১৬.৫ ওভারে জয় তুলে নেয় কলকাতা।
আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে কলকাতার বিপক্ষেও দারুণ ইনিংস খেলেন তিনি। তবে শুরুটা যতটা মারকুটে ছিল, শেষ দিকে সেই ছন্দটা ঠিক ধরে রাখতে পারেননি কোহলি ও তার দল।
৬ বলে ৮ রান করে অধিনায়ক ফাফ ডু প্লেসি আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটজুটিতে ঝড় তুলে পাওয়ার প্লেতে দলকে ৬১ রান এনে দেন কোহলি ও ক্যামেরন গ্রিন। ২১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে ইনিংসের নবম ওভারে আউট হন গ্রিন। তবে এক প্রান্ত আগলে রেখে আসরে নিজের টানা দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে নেন কোহলি। তাকে সঙ্গ দিতে আসা ম্যাক্সওয়েল ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৮ রান করে আউট হন। দলের সংগ্রহ তখন ১৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান।
এরপর ক্রিজে এসে স্থায়ী হতে পারেননি রজত পাতিদার (৩) ও অনুজ রাওয়াত (৩)। পরপর দুই ব্যাটারের বিদায়ে রানের গতি কিছুটা মন্থর হয়ে আসে বেঙ্গালুরুর। কোহলিও যেন কিছুটা চুপসে যান। শেষ দিকে দিনেশ কার্তিক নেমে অবশ্য ৩ ছক্কায় ৮ বলে ২০ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে দলের সংগ্রহ ১৮০ পার করেন। ৫৯ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে ৮৩ রান করে অপরাজিত থাকেন কোহলি।
কলকাতার পক্ষে ২৯ রান খরচায় ২ উইকেট নেন রাসেল। ২ উইকেট নিতে হারশিতের খরচ ৩৯ রান। অন্যদিকে বল হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন মিচেল স্টার্ক। ৪ ওভার বল করে সর্বোচ্চ ৪৭ রান খরচ করলেও উইকেটশূন্য ছিলেন তিনি।
১৮৩ রানের জবাবে ভালোই শুরু করে কলকাতা। দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন সাত ওভারের আগেই ৮৬ রান তোলেন স্কোরবোর্ডে। সেখানেই যেন এগিয়ে যায় কলকাতা। ২২ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে নারাইন আউট হলেও ছেদ পড়েনি রান তোলার গতিতে। দলীয় ৯২ রানে আউট হন সল্ট।
এরপর ইনিংসকে সামনে নিয়ে গেছেন দুই আইয়ার - ভেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ভেঙ্কটেশ করেন ৩০ বলে ৫০ রান। অপরদিকে কলকাতার অধিনায়ক করেন ২৪ বলে অপরাজিত ৩৯ রান। তাতে ১৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় কলকাতা।
ম্যান অব দ্য ম্যাচ হন সুনীল নারাইন।
ঠিকানা/এনআই