Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ইস্টার সানডের অনুষ্ঠানে ক্যানসার আক্রান্ত চার্লস

ইস্টার সানডের অনুষ্ঠানে ক্যানসার আক্রান্ত চার্লস ছবি সংগৃহীত
খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র অনুষ্ঠান ইস্টার সানডেতে যোগ দিলেন ব্রিটেনের রাজা চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর এই প্রথম রাজা চার্লস প্রকাশ্যে আসেন।

রোববার (৩১ মার্চ) রাজা উইন্ডসর ক্যাসেলে ইস্টার সানডের অনুষ্ঠানে যোগ দেন।

রাজা চার্লস অনুষ্ঠানে আসা ভক্তদের সঙ্গে হাত মেলান। তিনি তাদের উদ্দেশে বক্তব্যও দেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর রাজা কিছু কাজ করলেও প্রকাশ্যে আসেননি। তিনি ব্যক্তিগতভাবে কিছু কাজ করেছেন। সেইন্ট জর্জ চ্যাপেলে ধর্মীয় কাজ করার পর ৭৫ বছর বয়সী রাজা চার্লস ভক্তদের সঙ্গে হাত মেলান। এ সময় ভক্তরা তার ব্যাপক প্রশংসা করেন। ভক্তরা রাজার রোগমুক্তি কামনা করেন। প্রিন্সেস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হওয়ায় প্রিন্স উইলিয়ামকে ইস্টার সানডের অনুষ্ঠানে দেখা যায়নি।

গত ফেব্রুয়ারিতে বাকিংহাম প্যালেস জানায়, রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এটি কী ধরনের ক্যানসার, তা প্রকাশিত হয়নি। এটা প্রোস্টেট ক্যানসার নয়; কিন্তু তার প্রোস্টেটের চিকিৎসার সময় এটা ধরা পড়ে। বিবিসি

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স