বেনাপোল এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীর আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
২ এপ্রিল (মঙ্গলবার) বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একরামুল হক টুটুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
বিএনপি এবং সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে ৫ জানুয়ারি দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। এ ঘটনায় আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়।
এরপরপর ওই রাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ঠিকানা/ছালিক