অনেকের কাছে পহেলা এপ্রিল মানুষকে বোকা বানানোর দিন। এই দিনটিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং নিকটাত্মীয়দের ‘এপ্রিল ফুল’ বানান অনেকেই। কিন্তু এবার বন্ধুকে বোকা বানাতে গিয়ে প্রাণ হারালেন এক তরুণ। গত সোমবার ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমনই একটি ঘটনা ঘটেছে।
পিটিআই সূত্রে জানা গেছে, সোমবার (১ এপ্রিল) নিজের বাড়িতে ছিলেন অভিষেক রঘুবংশী (১৮)। বন্ধুকে বোকা বানাতে চেয়েছিলেন তিনি। চেয়ারের ওপর দাঁড়িয়ে এক বন্ধুকে ভিডিও কল করেন অভিষেক। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাচেষ্টার অভিনয়ও করেন।
পুলিশ জানিয়েছে, বন্ধুকে ভয় দেখাতে গলায় ফাঁসও দিয়ে ফেলেছিলেন অভিষেক। কিন্তু অভিনয় করতে গিয়ে নিজেই বিপদে পড়লেন। হঠাৎ অভিষেকের পায়ের তলা থেকে চেয়ার সরে যায়। সামলাতে না পেরে গলায় ফাঁস লেগে মৃত্যু হয় তার।
অভিষেকের বাবা পেশায় একজন গাড়িচালক। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় তারা। তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ঠিকানা/এনআই