Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

ঈদ আনন্দ

ঈদ আনন্দ





 
ঈদের খুশির বান ভেসেছে
আয়রে তোরা আয়,
বাঁকা হাসির চাঁদ নেমেছে
আমার ছোট্ট গাঁয়।
নতুন জামা পরব গায়ে
লাল ফিতাটা চুলে,
পাড়ায় পাড়ায় ঘুরব সবাই
নেচে হেলে দুলে।
রেশমি চুড়ির রিনিঝিনি
মেহেদি দেব হাতে,
মিষ্টি মিঠাই ফিরনি সেমাই
খাব সবার সাথে।
খোশবু আতর মাখব গায়ে
মাথায় চমক টুপি,
দাদার কাছে ঈদ সালামি
নেব চুপি চুপি।
পথশিশুর সঙ্গে নিতে
যাব না তো ভুলি,
ঈদ আনন্দ ভাগ করে আজ
করব কোলাকুলি।
 

কমেন্ট বক্স