Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

জনপ্রিয় কোরীয় গায়িকার আকস্মিক মৃত্যু

জনপ্রিয় কোরীয় গায়িকার আকস্মিক মৃত্যু
জনপ্রিয় কোরীয় গায়িকা ও অভিনেত্রী পার্ক বো রাম মারা গেছেন। ১১ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গায়িকার এজেন্সি জানুদু এন্টারটেইনমেন্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, একজন পরিচিত ব্যক্তির বাসায় আরও দু’জন নারীর সঙ্গে ছিলেন বো রাম। সেখানে হঠাৎ হার্ট অ্যাটাক হলে হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টা পর রাত ১১টার দিকে মৃত্যু হয় এ তারকার।

গায়িকা বো রামের আকস্মিক মৃত্যুর ঘটনা উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

এ গায়িকা মৃত্যুর ঠিক দশ দিন আগে গত ৩ এপ্রিল ‘আই মিস ইউ’ শিরোনামে একটি একক অ্যালবাম প্রকাশ করেন। গানটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। সম্প্রতি একটি ফুল অ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে তার এজেন্সি।

প্রসঙ্গত, ২০১০ সালে ‘সুপারস্টার কেটু’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বো রাম। এরপর ২০১৪ সালে ‘বিউটিফুল’ শিরোনামের গানের মাধ্যমে গায়িকা হিসেবে ডেবিউ তার।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স