Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

প্রেম বৈরাগী

প্রেম বৈরাগী
অসমাপ্ত গল্পের ডালপালা যখন ছড়ায়Ñ
তুমি বলো গল্পের পাখা মেলেছে,

আমাদের গল্পের কাহিনি সেই শুরু থেকে
একই চেনা পথে হাঁটছে...

কখনো অশ্রুর কথা বলে
হারিয়ে যাওয়ার ভয়ের কথা বলে
কথা বলে অনিশ্চিত জীবনের...

বাধাহীন দুর্বার প্রেম আমাদের,
তার পরও হয় না মিলন,

বাড়ির ছেড়ে যাওয়া রাস্তার মতো
আমাদের গল্প বয়ে নিয়ে যায়
দিনের পর দিন তোমাকে অনেক দূর...

আমি তখন অনুভবে তোমার ছায়াটাকে
ভালোবাসতে থাকি... কারণ
তোমাকে ভালোবাসা আমাকেই মানায়
আর কেউ নয় ॥

 

কমেন্ট বক্স