Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ আইসিইউতে

প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ আইসিইউতে ছবি সংগৃহীত
শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত অসুস্থতায় বিশিষ্ট প্রচ্ছদশিল্পী ধ্রুব এষকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। প্রচ্ছদশিল্পী চারু পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী বলেন, ‘শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে তার অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল। সে কারণে অবস্থা কিছুটা অবনতির দিকে গিয়েছিল। পরে অক্সিজেন সরবরাহ করা হয়, এখন তিনি স্টেবল আছেন। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’

ধ্রুব এষ প্রচ্ছদশিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও লেখালেখিও করেন তিনি। ইতিমধ্যে প্রায় ৩ হাজার ৫০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন এই শিল্পী। ১৯৯০ সালের পর তিনি বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের বেশির ভাগ গ্রন্থের প্রচ্ছদ আঁকেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স