Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন অলরাউন্ডার মিরাজ?

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন অলরাউন্ডার মিরাজ? মেহেদী হাসান মিরাজ। ছবি : আইসিসি
আর ৩৯ দিনের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপকে সামনে রেখেই ইতোমধ্যে দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে নির্বাচকরা। আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে চূড়ান্ত স্কোয়াড। শোনা যাচ্ছে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরছেন ব্যাটার সৌম্য সরকার। যদিও জিম্বাবুয়ে সিরিজে তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। এ ছাড়াও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে থাকছেন ব্যাটার জাকের আলী অনিক। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

মিডল অর্ডারে রিশাদ হোসেনকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আস্থার প্রতিদান দিয়েছেন এই অলরাউন্ডার। তবে, ঠিক কী কারণে মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডে বিচেনায় নেওয়া হচ্ছে না, সেই কারণটি অবশ্য জানা যায়নি। দল ঘোষণার পরই হয়তো ব্যাখা করবেন নির্বাচকরা।

এদিকে, মিডল অর্ডারে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। যদিও ঘরোয়া লিগের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শামীম কিছুটা এগিয়ে। এ ছাড়াও বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাড়তি ওপেনার হিসেবে দলে সুযোগ মিলছে তানজিদ হাসান তামিমের। এর আগে ওয়ানডে বিশ্বকাপেও দলে ছিলেন তিনি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স