Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

প্রকৃতিই ফেরত দেয়

প্রকৃতিই ফেরত দেয়





 
আনজানা ডালিয়া

পেরেক ঠোকার আওয়াজ তো হলো না
কিসের যেন পোড়া গন্ধ
চেনা গন্ধ-তবু চিনতে কষ্ট হচ্ছে
এ যে মন পোড়ার গন্ধ।
আকাশ থেকে মেঘ ছিঁড়ে পড়ল নীল টিপ হয়ে
সে বিরহে কাঁদছে ধবলা রূপন্তী।
বেহালার করুণ সুর দিয়ে কেঁদেছিল একদিন প্রকৃতি মা
প্রকৃতি মা ফেরত দিল তারই ধারের বাটি
চেনা সুরে, জানা ছন্দে।

কমেন্ট বক্স