তীব্র তাপপ্রবাহের মধ্যে জনজীবনে যখন চলছে হাঁসফাঁস, তখন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ভিজল স্বস্তির বৃষ্টিতে। ঝোড়ো হাওয়াসহ ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে সিলেটে শীতল পরিবেশ অনুভূত হয়।
শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে সিলেটে বৃষ্টি শুরু হয়।
তীব্র গরমের মধ্যে বৃষ্টির ছোঁয়া পেতে অনেককেই সড়কে নেমে ভিজতে দেখা যায়। এর আগে রাত আটটার পর থেকে নগরে বইতে শুরু করে বাতাস। পরে রাতে নামে ঝুমবৃষ্টি।
এদিকে মে মাসের শুরুতে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এপ্রিলজুড়েই থাকবে তাপপ্রবাহ। তবে মে মাসের শুরুতেই সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। এর পরই গরম কমে আসবে।
শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া বার্তায় জানানো হয়, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
ঠিকানা/এনআই