Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

কান্না

কান্না





 
কামরুল হোসেন লিটু

মনের আকাশে মেঘের আনাগোনা সব সময়ই বহমান,
ওই মেঘেরা ঘন পুঞ্জীভূত হয়ে অশ্রুরে করে আহ্বান।
শরীরের বর্জ্য নিয়মিত বেরোয় মলমূত্র ও ঘামে,
মনের অশান্তি দুঃখ কষ্ট ও বেদনার বর্জ্য নির্গত হয় অশ্রুজলে।

ব্যস্ততা ব্যক্তিত্বের কারণে আর নির্জনতার অভাবে,
মানুষের কান্না হারিয়ে যায় মাঝ বয়স পেরোলে।
শিশুকালে অযথাই যে কেঁদেছিল বারংবার,
যথেষ্ট যৌক্তিক কারণেও আজ কান্না নেই তার।

সহজ বিষয়টা সহজে বুঝি না সরাই না জঞ্জাল,
না কাঁদিয়া কেউ পাবে না সুখ যতই হও কাঙাল।
কাঁদলে মন হালকা হবে সরবে যে পাথর,
আমরা সবাই সুখ শান্তি ও হাসির জন্য কাতর।

কমেন্ট বক্স