Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

প্রবঞ্চনা

প্রবঞ্চনা
কৌশলে বাঘবন্দী এত বিভ্রান্তি মিথ্যাচার
অযাচিত বোধ বেধড়ক মিসমার
দিগ্বিদিক ছোটাছুটি, পাগলা ঘোড়া
লাগামহারা তারছিঁড়া-শান্তি চায়, শান্তি চায় ॥

‘নৃশংস’ বিজয় উল্লাসের মায়াজাল
সত্য, না জানে পরাজয়, না করে অপমান
কামনার দ্রোহে ঢালে ঘি
সাদা কবুতর হাতে-শান্তি চায়, শান্তি চায় ॥

সময়ের পরিক্রমায় বিলীন সমৃদ্ধ আধিপত্য 
কসমোপলিটন চকচকে স্টেইনলেস স্টিলের প্রেম
দুরন্তপনায় সাহারার ধূলিকণা স্থবিরতা আর নাভিশ্বাসে
প্রবঞ্চনার দরিয়াতে বিশ্বজুড়ে-শান্তি চায়, শান্তি চায় ॥

মানবিকতার চরম দুর্ভিক্ষে
ভূলুণ্ঠিত চেতনার জাঁতাকলে
কঙ্কালসার শিশু, মুষ্টিবদ্ধ হাতে
কান্নাভেজা নয়নে-স্লোগানে, হামদ ও নাতে-শান্তি চায়, শান্তি চায় ॥

 

কমেন্ট বক্স