Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল ঘোষণা ছবি সংগৃহীত



 
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। যেখানে জায়গা করে নিয়েছেন পাঁচ দেশের ১১ ক্রিকেটার। সবচেয়ে বেশি ৫ জন ভারতের।

আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের। তার এক মাস আগে শুক্রবার (৩ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট।

ঘোষিত দলে স্টিভেন টেইলর, অ্যারন জোন্স, নসথুশ কেনজিগে ও জেসি সিং ছাড়া বাকি ১১ জনের কেউই যুক্তরাষ্ট্রের নন। এর মধ্যে জেসি আবার ভারতীয় বংশোদ্ভূত। তাকে বাদ দিয়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন আরও ৫ ভারতীয়।

১৫ জনের দলের নেতৃত্ব পাওয়া উইকেটরক্ষক ব্যাটার মোনাঙ্ক প্যাটেলের জন্ম ভারতের গুজরাটে। ৩১ বছর বয়সী এ ব্যাটার একসময় খেলেছেন গুজরাটের অনূর্ধ্ব-১৬ ও ১৯ দলে। ৩১ বছর বয়সী বোলিং অলরাউন্ডার হারমিত সিং তো খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও। ৩৩ বছর বয়সী অলরাউন্ডার মিলিন্ড কুমারের জন্ম দিল্লিতে। আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি। ৩৬ বছর বয়সী অলরাউন্ডার নিসর্গ কুমারের জন্ম গুজরাটে। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন তিনি। ৩২ বছর বয়সী পেসার সৌরভ নেত্রভালকারের জন্ম মুম্বাইয়ে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি।

ভারতের পরে দ্বিতীয় সর্বোচ্চ দুজন করে আছেন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানের পাঞ্জাবে জন্ম ৩৩ বছর বয়সী পেসার আলী খান ২০১৯ সাল থেকে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। করাচিতে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী শায়ান জাহাঙ্গীরের যুক্তরাষ্ট্রে অভিষেক ২০২২ সালে।

দক্ষিণ আফ্রিকার ব্যাটার এন্ড্রিস গোস ও অলরাউন্ডার শেডলি ভ্যানের অভিষেক গত এপ্রিলে কানাডার বিপক্ষে সিরিজে। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন কানাডার সাবেক অধিনায়ক নীতিশ কুমারও।

১৫ জনের স্কোয়াডে বড় আকর্ষণ নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্ল্যাকক্যাপসদের হয়ে ২২ গজ মাতানোর পর চলতি বছর যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে জড়ান ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার।

আগামী ২৫ মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। এর আগে কোনো কারণে পরিবর্তন আনলে আইসিসির অনুমতির প্রয়োজন হবে না।

যুক্তরাষ্ট্রের স্কোয়াড : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, এন্ড্রিস গোস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্ড কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শেডলি ভ্যান, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স