আবারও আগুন লেগেছে বিশ্ব-ঐতিহ্য সুন্দরবনে। ৪ মে (শনিবার) বিকেল ৩টায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে আগুন লেগেছে এবং কত একর বনে আগুন ছড়িয়ে পড়েছে তা বিস্তারিতভাবে জানাতে পারেনি বন বিভাগ।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নুরুল কবির জানান, শনিবার বিকেল তিনটার দিকে চাপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিস এলাকার লতিফের ছিলার বনে আগুন লাগার খবর পেয়ে বন রক্ষীরা প্রাথমিকভাবে আগুন নিভানোর কাজ শুরু করে। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে। সুন্দরবনের গহীন অরণ্যে কিভাবে আগুন লেগেছে বা কত একর বনে আগুন লেগেছে সে বিষয়টি এই বন কর্মকর্তা নিশ্চিত করে জানাতে পারেননি।
ঠিকানা/এএস