Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
অবন্তিকার মৃত্যু

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম ছবি সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। তবে এই মামলায় অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকীর জামিন হচ্ছে না।

বুধবার (৮ মে) বিকেলে কুমিল্লা কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন বলে জানান কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

ওসি মো. ফিরোজ হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশে বুধবার দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরের পর আমরা কোর্টের অর্ডার হাতে পাই। এর পরই তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে নিয়ে যান।

গত ১৫ মার্চ আনুমানিক রাত ১০টায় আত্মহত্যা করেন অবন্তিকা। এ ঘটনায় অবন্তিকার মায়ের দায়ের করা মামলায় সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে আটক করে পুলিশ। ওইদিন রাতে ঢাকা মহানগর লালবাগ বিভাগের কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স