Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা ছবি সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। এবারই সর্বোচ্চ ২০টি দেশ নিয়ে আয়োজিত হতে যাচ্ছে চার-ছক্কার এই টুর্নামেন্ট। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বেশির ভাগ দল। ১৬তম দেশ হিসেবে বৃহস্পতিবার (৯ মে) স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা তাদের ১৫ সদস্যের দলে রেখেছে বেশ কয়েকটি চমক। চোটের কবলে থাকা সত্ত্বেও দলে জায়গা দেওয়া হয়েছে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার মাথিশা পাথিরানাকে। চোটের কারণে আইপিএলে এক ম্যাচও খেলতে পারেননি হাসারাঙ্গা। আর মাঝপথে চেন্নাই সুপার কিংস ছাড়তে হয়েছে পাথিরানাকে।

বিশ্বকাপে লঙ্কানদের ১৫ সদস্যের দলের অধিনায়কও হাসারাঙ্গা। তার সহকারী হিসেবে থাকছেন চারিথ আসালাঙ্কা। দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বশেষ সিরিজে দুর্দান্ত বল করা পেসার নুয়ান থিশারাও এই দলে জায়গা পেয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার স্কোয়াড

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, মহেশ থিকসানা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা, নুয়ান থিশারা, মাতিশা পাতিরানা ও দিলশান মাদুশঙ্কা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স