Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের কাছাকাছি চেন্নাই

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের কাছাকাছি চেন্নাই ছবি সংগৃহীত





 
আইপিএলে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল রোববারের (১২ মে) ম্যাচটি। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারের দিকে আরেক পা বাড়াল হলুদ শিবির।

রাজস্থানের দেওয়া মাত্র ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

এর আগে চেন্নাইয়ের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। কিন্তু চেন্নাইয়ের বোলারদের খরুচে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রানেই থেমে যায় রয়্যালসদের ইনিংস। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলেন রায়ান পরাগ।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সিমারজিৎ সিং। দুটি উইকেট শিকার করেন তুষার দেশপাণ্ডে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ দারুণ করেন চেন্নাইয়ের ব্যাটাররা। রানের চাপ খুব বেশি না থাকায় চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারের ওপর খুব বেশি একটা প্রভাব পড়েনি।

চেন্নাইয়ের হয়ে তাদের দলপতি ঋতুরাজ গাইকোয়াড ধীরেসুস্থে ব্যাটিং করে ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে তিনি চেন্নাইকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

রাজস্থানের হয়ে রবিচন্দ্রন অশ্বিন দুটি উইকেট নেন। নান্দ্রে বার্গার ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট নেন।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকারি সিমারজিৎ সিং ম্যাচসেরার পুরস্কার পান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স