Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বাংলাদেশে অবাধ-নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম : ডোনাল্ড লু

বাংলাদেশে অবাধ-নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম : ডোনাল্ড লু ছবি : সংগৃহীত
বাংলাদেশ সফররত বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, আমরা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশের গত জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন হোক।

১৫ মে (বুধবার) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ডোলান্ড লু।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে লু বলেন, র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, শ্রম আইন ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে বাংলাদেশের তদন্তের অগ্রগতি দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে দুর্নীতিরোধে আমরা একসঙ্গে কাজ করতে চাই। গত জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের একটি অস্বস্তিকর সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা এখন বিশ্বাসের সম্পর্ক পুনরুদ্ধার করতে চাই। আমরা চাই সামনের দিকে এগোতে।

এর আগে ডোনাল্ড লু সচিবালয়ে গিয়ে বৈঠক করেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে। দুপুরে ডোনাল্ড লু সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এলে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী তাকে স্বাগত জানান। দ্বিপক্ষীয় বৈঠকে তারা আগামী দিনে দুই দেশের সম্পর্ক কীভাবে আরও সুদৃঢ় করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স