Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

আরও ৫১ জনকে বহিষ্কার করল বিএনপি

আরও ৫১ জনকে বহিষ্কার করল বিএনপি ছবি সংগৃহীত
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৫১ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তারা উপজেলা ভোটের তৃতীয় ধাপে লড়াই করছেন।

বুধবার (১৫ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, কুমিল্লা বিভাগে ৫ জন এবং খুলনা বিভাগে ৪ জন রয়েছেন।

এ ছাড়া বহিষ্কৃতদের মধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করে বিএনপি। আর দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হওয়ার জন্য তিন দফায় ৬৯ জনকে বহিষ্কার করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৯৯ জনকে বহিষ্কার করল বিএনপি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স