Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

শাহবাগে পুলিশের মুখোমুখি চাকরির বয়স ৩৫ প্রত্যাশীরা 

শাহবাগে পুলিশের মুখোমুখি চাকরির বয়স ৩৫ প্রত্যাশীরা  ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা। ১৭ মে (শুক্রবার) বিকেলে তারা শাহবাগে কর্মসূচি শুরু করেন। এ সময় সেখানে পুলিশের উপস্থিতি উত্তেজনা বাড়িয়ে দেয়।

এর আগে গত ১১ মে (শনিবার) চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ ছাড়া আটকদের মধ্যে একজন আন্দোলনে জড়িত না থাকায়, মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। 

পরে অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন। তারা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে ৫৯ বছর পর্যন্ত। অর্থাৎ, বয়স নয়, যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি। এর অংশ হিসেবে বাংলাদেশেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবি করে আসছেন তারা। দাবি আদায়ের লক্ষ্যে তারা দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স