Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী আনিসুল হক

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী আনিসুল হক ফাইল ছবি
অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ২২ মে (বুধবার) মধ্যরাতে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২৪ মে (বৃহস্পতিবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি জানান, ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে গত ২২ মে (বুধবার) মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে  ভর্তি হোন এবং এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন,  বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন আইনমন্ত্রী। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স