Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

কীর্তির নৃত্য

কীর্তির নৃত্য





 
হাফিজুর রহমান

ব্যর্থ হয়ে দেখুন, ভুল ধরানোর মানুষ কত বেশি!
নমনীয়তার এখানে মূল্য নেই, শীর্ষের শক্তিময়তা;
ভালো করে খেয়াল রাখলে বুঝতে পারবেন,
আপনার সফলতার চারপাশে অসংখ্য বাঁকা চোখ
হাসিমুখে হিংসার তোপে জ্বালাতে কতটা জ্বলছে।

এ দেশে রোগীর থেকে সনদ ছাড়াই ডাক্তার বেশি
অভাব নেই পরামর্শদাতার, ভুলভাল জ্ঞান দেওয়ার;
বলছি, কোনোখানে নেই এমনই মহাজ্ঞানী?
এগিয়ে দেওয়ার থেকেÑএগোনোর নেই প্রতিযোগী?
অভাব কেটে গেলেও, স্বভাবটা ঠিক একই রকম।

কমেন্ট বক্স