Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

আমরা ইদানীং

আমরা ইদানীং





 
আমাদের জাতীয় পরীক্ষায় সবাই অ+ পায়
দক্ষ কর্মচারীর জন্য ভারত আর শ্রীলঙ্কায় যায়
এমএ পাস করে ঢাকায় অনেকেই রিকশা চালায়।
যারা সৎ কঠোর পরিশ্রমী তারা করে হায় হায়।
আমাদের ছাপাখানাগুলো ফুলে-ফেঁপে উঠেছে
নানা রকমের সার্টিফিকেট ছেপে পেট ফেটেছে
ভুয়া মুক্তিযোদ্ধা ভুয়া ডাক্তার ভুয়া হাজি
টাকা দিলেই সার্টিফিকেট ছাপাতে রাজি
কপালে দাগ মাথায় টুপি সামনে কচু গাচু আদা
মসলায় গরুর চনা গোবর আর ঘোড়ার লাদা।
কথায় কথায় কোরআনের বাণী মাশাল্লাহ
পকেটে ঘুষের টাকা মসজিদে ঢুকে বলে আলহামদুলিল্লাহ।
আরেকটি নির্বাচন এখন গরম ঢাকা
আকাশে অক্সিজেন কম কারণ উড়ছে টাকা।

কমেন্ট বক্স