আকাশপারে মেঘের বাড়ি
শূন্যে তারা ভাসে,
রয় কখনো গোমরা মুখে
কখনো বেশ হাসে!
হাসলে তারা ফ্যাকাশে মুখ
লাগে পেঁজা তুলো,
আবেগবিহীন ভেসে বেড়ায়
হেসে ওড়ায় ধুলো!
কাঁদলে তারা আঁধার নামে
সব হয়ে যায় কালো,
সূর্য তখন তেজ হারিয়ে
দেয় না মোটে আলো।
শব্দ করে গুড়ুমগুড়ুম
বিজলি ঝিলিক মারে,
কান্নাগুলো অঝোর ধারা
মাটির বুকে ঝাড়ে!
গ্রীষ্ম দিনে কান্নাগুলো
পান্না হয়ে ঝরে,
বর্ষা দিনে কাঁদলে বেশি
বন্যাতে সব মরে!