জানি না কীভাবে হবে এর পরবর্তী পদক্ষেপ,
সে কি হারাবে চিরতরে?
মুছে যাবে তার উপস্থিতি?
আবারও কোলাহল ভেঙে হয়ে যাব জনশূন্য...
নির্বাসন আর একাকিত্ব গ্রাস করতে আমায়?
তাতেও কোনো
অভিমান নেই,
মনের মাঝে আবর্জনার মতো পড়ে রবে তুমি।
দুর্গন্ধের মতো হঠাৎ ছড়িয়ে পড়বে আমার মানসচিত্তে,
আমি চাইব একটু
সুবাতাস।
কিন্তু সেও রবে মিশ্রিতার বহমানে,
খড়কুটোর মতো বাঁচার জন্য খুঁজেছিলে আশ্রয়।
বিধাতার অনুশাসন তা নির্ধারিত,
লঙ্ঘন বা উপেক্ষা
করা কার সাধ্য?
সেই কবে নির্জন জনশূন্য কক্ষে নিজেকে
আবৃত করেছ চাদর তলে,
অথচ তালাবদ্ধ
দরজাটা অপেক্ষা
করে আছে তোমার
আগমনের!
নিত্য ব্যবহার করা
চাবিছড়া?
নিঃশব্দে বোবা কান্নায় অনুনয় করে তোমার আঙুলের স্পর্শ,
সবকিছুই রেখে নীরবে চলে যাবে আমাকে মানতে হবে সেই অনুক্ষণ
অপেক্ষা শুধু একটি দুঃসংবাদের
হাহাকার ভরা হৃদয়
তিলক ভেজা চোখে,
শত স্মৃতির উন্মাগতা।
ভগ্ন মনে চেয়ে রব সেই বিদায়ের বিষাদ
কণ্টক চিহ্নের দ্বারে।



সীমু আফরোজা


