Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

খুলনায় বাস-কার সংঘর্ষে নিহত ২

খুলনায় বাস-কার সংঘর্ষে নিহত ২ ছবি সংগৃহীত
খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৯ জুন) দুপুরে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেটকার চালক মোহন লাল বিশ্বাস (৬০) ও যাত্রী আশুতোষ ঘোষ (৫৫)। তাদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামে।

খর্নিয়া হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) পারভেজ মুন্সী জানান, বেলা আড়াইটার দিকে খুলনাগামী যাত্রীবাহী বাসের (খুলনা মেট্রো ব-১১-০২১৮) সঙ্গে বিপরীতমুখী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-২১-৭২২১) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটির ছাদসহ যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে প্রাইভেটকারের চালক মোহন লাল বিশ্বাস ও যাত্রী আশুতোষ ঘোষ ঘটনাস্থলেই নিহত হয়।

এ ছাড়া সংঘর্ষে প্রাইভেটকারের অপর যাত্রী শামসুজ্জামান এবং বাসযাত্রী সাব্বির খান, যুথি ও লাবনী আহত হন। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ নিহত এবং আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে শামসুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স লিপিকা হালদার বলেন, প্রাইভেটকারের যাত্রীরা লক্ষ্মীপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন লাল পেশায় হোমিও চিকিৎসক। আশুতোষ ঘোষ ব্যাংকার ছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স